সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
আট মাস পানি নেই

দুর্ভোগে শ্যামলীর নূর লেনের বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ আট মাস ধরে ওয়াসার লাইনে পানি আসে না। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে শ্যামলীর নূর জামে মসজিদ লেনের প্রায় ৫০টি পরিবার। এলাকাবাসীর অভিযোগ সড়ক খোঁড়াখুঁড়ির পর হঠাৎ পানি বন্ধ হয়ে যায়। লাইনের পানি বন্ধ হওয়ায় গোসলের পানিও তাদের নেই। এখন সিটি করপোরেশনের গাড়ির পানি কিনে প্রতিদিন ব্যবহার করতে হচ্ছে। ওয়াসার গাড়ি বিকালে একবার এসে ওই পানি দিয়ে যায়। যারা সংগ্রহ করতে পারেন তারা কোনো মতে চলতে  পারেন। নইলে সারা দিনে আর পানি পাওয়া যায় না। প্রতিদিনই টাকা দিয়ে পানির গাড়ি ডেকে আনতে হয় বাসিন্দাদের।

এলাকার বাসিন্দারা জানান, সাত-আট মাস আগে মূল সড়কে সংস্কার কাজ করা হয়। তখন পানির সমস্যা তৈরি হয়। কাজ শেষ হওয়ার পর দেখা যায় নূর মসজিদ লেনের প্রায় সব বাড়িতে পানি যাচ্ছে খুবই কম।

গত চার-পাঁচ মাস ধরে কোনো পানিই পাওয়া যায় না ওয়াসার লাইনে। পরিস্থিতি এখন চরম আকার ধারণ করেছে।

এলাকাবাসী লালমাটিয়া ওয়াসা কার্যালয়ে নির্বাহী পরিচালকের কাছে একাধিকবার এ বিষয়ে অভিযোগ দেওয়ার পরও সমস্যার সমাধান হচ্ছে না। ওয়াসার কর্মকর্তারাও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। তবে পরিদর্শন পর্যন্তই তাদের দায়িত্ব পালন শেষ হয়েছে। বাসিন্দাদের কোনো উপকার হয়নি। ওই এলাকার বাসিন্দা অ্যাডভোকেট গোলাম সারোয়ার মজুমদার জানান, ওয়াসার কর্মকর্তারা কথা শুনেছেন। উত্তর দিয়েছেন- আমরা বিষয়টি দেখছি। এই দেখায় কেটে গেছে আট মাস। আমরা এখন পানির সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছি। আমরা এ সমস্যার সমাধানে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর