মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

গাজীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। জাহাঙ্গীর নগরের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। রবিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের এডিসি মো. মনজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কাশিমপুর ভবানীপুর চৌরাস্তায় মাদকবিরোধী অভিযানে যায়। এলাকায় পৌঁছলে মাদক ব্যবসায়ীদের একটি দল পুলিশকে লক্ষ্য         করে গুলি করে। গোয়েন্দা পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীদের দলটি পিছু হটে। পরে ঘটনাস্থলে জাহাঙ্গীরকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিনিময়ের ঘটনায় গোয়েন্দা পুলিশের এএসআই ইজাজুল হক, আলী আকবর ও আবদুস সোবহান আহত হন। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর আলম কাশিমপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, মাদকসহ আটটি মামলা রয়েছে।

সর্বশেষ খবর