বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আলোচনা ব্যর্থ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি ও কয়েকজন সিনিয়র শিক্ষকের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টা আলোচনার পর তা ফলপ্রসূ হয়নি দাবি করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন (৪র্থ শ্রেণি)। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কক্ষে আলোচনায় বসে তারা। আলোচনা শেষে কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম জানান, উপচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি ও কয়েকজন শিক্ষক তাদের আলোচনায় বসার প্রস্তাব দেন। তাদের প্রস্তাবে আলোচনায় বসলে তারা দাবি পূরণের কোনো নিশ্চয়তা না দিয়েই কর্মবিরতি তুলে নেওয়ার আহ্বান জানান। এতে কর্মচারী ইউনিয়ন সন্তুষ্ট হতে পারেনি। কারণ বিগত সময়েও এ ধরনের অঙ্গীকার করে পরবর্তীতে তা বাস্তবায়ন করা হয়নি। তাই কর্মচারী ইউনিয়ন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব দফতরের পরিচালক প্রফেসর হাফিজুর রহমান সেলিম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, সহকারী প্রক্টর আতিউর রহমান, সহকারী প্রক্টর সদরুল আলম সরকার, সহকারী প্রক্টর সামসুজ্জামান, সহকারী প্রক্টর মাসুদ উল হাসান, সহকারী প্রক্টর সোহেলা মোস্তারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাইদুর রহমান, ছাত্র উপদেষ্টা নুর আলম সিদ্দিকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।

কর্মচারী ইউনিয়নের পক্ষে সংগঠনের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সদস্যরা আলোচনায় অংশ নেন।

আলোচনার বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও জনসংযোগ বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বলেন, কর্মচারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দফতরগুলোর প্রধান ও বিভিন্ন বিভাগের প্রধানরা আলোচনায় অংশ নেন। এ সময় কর্মচারীদেকে তাদের দাবি-দফার বিষয়ে আশ্বস্ত করা হয়। তারা সন্তুষ্ট চিত্তে আলোচনা সভা থেকে বের হয়ে আসে এবং এক ঘণ্টা পর তাদের অবস্থান জানাতে চায়। তবে পরে তারা ইতিবাচক কিছু জানায়নি। উল্লেখ্য, ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছে কর্মচারী ইউনিয়ন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর