বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মোকাব্বিরকে ‘জবাব’ দেওয়ার ঘোষণা সিলেট বিএনপির

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। সিলেট-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যের শপথ গ্রহণে ক্ষুব্ধ সিলেট বিএনপির নেতা-কর্মীরা। মোকাব্বির খানকে ‘বেইমান’ আখ্যা দিয়ে তাকে ‘সমুচিত জবাব’ দেওয়ার ঘোষণাও দিয়েছে সিলেট বিএনপি। তবে বিএনপি নিয়ে কোনো কথাই শুনতে রাজি নন মোকাব্বির খান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত হয়ে অংশগ্রহণ করে বিএনপি, গণফোরামসহ কয়েকটি দল। নির্বাচনে বিএনপির ছয়জন এবং গণফোরামের দুজন বিজয়ী হন। নির্বাচনে ‘ভোট ডাকাতি’র অভিযোগ তুলে শপথ গ্রহণ না করার ঘোষণা দেয় বিএনপি। শুরুতে গণফোরামও একই সুরে কথা বলেছিল। গতকাল স্পিকার শিরীন শারমিন তাকে শপথ পাঠ করান। সিলেট-২ আসনে বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনার নির্বাচন করার কথা ছিল। তার মনোনয়নপত্র বাতিল হওয়ায় ঐক্যফ্রন্টের প্রার্থী করা হয় মোকাব্বির খানকে। বিএনপির দাবি, মোকাব্বির খানকে তার পাশের বাড়ির লোকজনও চিনতেন না। তাকে বিএনপি নেতা-কর্মীরাই ভোট দিয়ে পাস করিয়েছেন। এখন মোকাব্বির বিএনপির সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। বিএনপির সমর্থন ছাড়া তিনি কিছুতেই নির্বাচনী বৈতরণী পার হতে পারতেন না বলেও দাবি করছে সিলেট বিএনপি।

সর্বশেষ খবর