বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা বাচ্চু হত্যা মামলা

শুধু তারিখ বদলায় রায় হয় না

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শফিকুল হক চৌধুরী বাচ্চুর হত্যার মামলা নিষ্পত্তি হলো না ২২ বছরেও। বিচার কাজ শেষে গত বছর ফেব্রুয়ারিতে মামলাটি রায়ের জন্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মামুন। এরপর থেকে শুধু তারিখই বদলাচ্ছে, রায় হচ্ছে না। ফলে অনেকটা হতাশায় রয়েছেন নিহত মুক্তিযোদ্ধা বাচ্চুর পরিবারের সদস্যরা। আগামী ২৯ এপ্রিলও এ মামলাটি রায়ের জন্য রয়েছে বলে জানা গেছে। চাঞ্চল্যকর এ মামলাটির রায় দ্রুত পাওয়ার লক্ষ্যে গত সোমবার প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী বরাবরে চিঠি দিয়েছেন নিহতের ভাই আবদুল মুত্তালিব চৌধুরী। চিঠিতে বলা হয়েছে, ১৯৯৬ সালের ৭ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা সুনামগঞ্জের দাশ পার্টির কমান্ডার ও লাল বাহিনীর প্রধান শফিকুল হক চৌধুরী বাচ্চুকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রায় দুই যুগ পার হলেও সুনামগঞ্জ জেলাবাসী এ হত্যার বিচার পায়নি।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে রায় দেওয়ার জন্য ধার্য থাকলেও বারবার তারিখ বদলায়, কিন্তু রায় হচ্ছে না। কী কারণে রায় দেওয়া হচ্ছে না, তার কোনো যথাযথ কারণও আমাদের জানানো হয় না। পরে আবদুল মুত্তালিব চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতি মাসেই রায়ের জন্য তারিখ রাখা হয়। আমরাও নির্ধারিত তারিখে হাজির হই। কিন্তু আদালতের পেশকার আমাদের জানিয়ে দেন রায় হবে না। তিনি বলেন, আমরা যদি জানতে চাই কী কারণে রায় হবে না, তাও বলা হয় না। তিনি আক্ষেপ করে বলেন, একজন মুক্তিযোদ্ধা হত্যার বিচার পেতে যদি এতটা দুর্ভোগ পোহাতে হয়, তাহলে সাধারণ মানুষ তো বিচারই পাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর