বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে স্থাপন করা হচ্ছে ‘কোর ক্যাচার’

বসানো হয়েছে আরসিসি কাঠামো

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটে গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা ‘কোর ক্যাচার’ স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম শেষ হয়েছে। এরই মধ্যে পাবনার প্রকল্প এলাকায় ৫৮ টন ওজনের আরসিসি কাঠামো এবং ৭.৫ টন ওজনের ভূগর্ভস্থ অংশটি স্থাপন করা হয়েছে। প্রকল্পের পরিচালক এবং অ্যাটমস্ত্রয়এক্সপোর্ট-এর ভাইস প্রেসিডেন্ট সের্গেই লাসতসকিন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রূপপুর প্রকল্পের মূল কোর ক্যাচারটি স্থাপনের কাজ শিগগিরই শুরু হবে। 

রিয়্যাক্টরের ভিত্তিতে প্রথম কনক্রিট ঢালাইয়ের মাধ্যমে রূপপুর প্রকল্পের ২য় ইউনিটের মূল নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের ১৪ জুলাই। এই ইউনিটির জন্য নির্ধারিত কোর ক্যাচারটি ইতিমধ্যে রাশিয়া থেকে বাংলাদেশে পৌঁছেছে এবং প্রকল্প সাইটে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রথম ইউনিটের মূল নির্মাণকাজ ২০১৭ সালের ৩০ নভেম্বর এবং কোর ক্যাচার স্থাপনের কাজ ২০১৮ সালের ১৮ আগস্ট শুরু হয়। বর্তমানে উভয় ইউনিটের মূল ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাঠামো নির্মাণের কাজ চলছে। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক  শক্তি করপোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ত্রয়এক্সপোর্ট (এএসই) জেনারেল কন্ট্রাক্টর হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব লাভ করে।

সর্বশেষ খবর