বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রুহুল আমিন হাওলাদারকে দুদকের নোটিস স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রুহুল আমিন হাওলাদারকে দুদকের  নোটিস স্থগিত

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিস চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। তার এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে জাপার সাবেক মহাসচিবের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। পরে খুরশিদ আলম খান জানান, দুদকের তলবের নোটিস চার সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেছে হাই কোর্ট। ফলে ৪ এপ্রিল আর তাকে দুদকে হাজির হতে হবে না। এর আগে ২৮ মার্চ দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পক্ষে উপপরিচালক সৈয়দ আহমদ সাবেক জাপা মহাসচিবকে ওই নোটিস পাঠান। নোটিসে তাকে ৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। এর আগে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রুহুল আমিন হাওলাদারকে গত বছরের ১৮ সেপ্টেম্বর দুদক প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছিল। তবে ‘রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ততা’ ও ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে সে সময়ে দুদকে হাজির হননি তিনি। একই সঙ্গে ‘স্বাস্থ্যঝুঁকি’ ও ‘পারিপার্শ্বিক অবস্থা’ বিবেচনা করে ব্যক্তিগত উপস্থিতি ও অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দুদকে চিঠি দেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর