শিরোনাম
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

রক্ত দিয়ে দেয়াল লিখে উপাচার্যের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রক্ত দিয়ে দেয়াল লিখে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করায় গতকাল দুপুর ২টার পর শিক্ষার্থীরা রক্ত দিয়ে প্রশাসনিক ভবনের দেয়াল লিখে তার পদত্যাগ দাবি করেন। এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার ও প্রক্টর আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালান। কিন্তু শিক্ষার্থীরা আলোচনার প্রস্তাব নাকচ করে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলনের অষ্টম দিনে গতকাল সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ ছাড়া ‘আর কোনো আলোচনা নেই’ বলে তারা সাফ জানিয়ে দেন। শিক্ষার্থীদের কাছে সমঝোতার প্রস্তাব নিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও শিক্ষক ড. হাসিনুর রহমান জানান, তিনি ও প্রক্টর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবিদাওয়া শুনে সমঝোতা করতে গিয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ চাড়া আর কোনো সমঝোতায় রাজি হয়নি।

উল্লেখ্য, গত সোমবার দুপুর ১টায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক?লি?পি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১টায় শেষ হয় ৪৮ ঘণ্টার আলটিমেটাম। প্রসঙ্গত, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও বিজয় দিবসের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে ২৭ মার্চ থেকে ১০ দফা দাবিতে আন্দোলন শুরু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর