শিরোনাম
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

হয়রানি প্রতিরোধে আইনি সুরক্ষা চান সাংবাদিক নেতারা

নিজস্ব প্রতিবেদক

হয়রানি প্রতিরোধে আইনি সুরক্ষা চান সাংবাদিক নেতারা

জাতীয় প্রেস ক্লাবে গতকাল শ্রমিকদের পেশাগত সামাজিক নিরাপত্তা ও মজুরি বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। -বাংলাদেশ প্রতিদিন

সাংবাদিক হয়রানির প্রতিরোধে আইনি সুরক্ষা এবং নবম ওয়েজ বোর্ড ঘোষণার পর সাংবাদিক ছাঁটাইয়ের পুনরাবৃত্তি রোধে মালিকদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও পেশাজীবী নেতারা। একই সঙ্গে অধিকার আদায়ের প্রশ্নে সাংবাদিকদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গতকাল অনুষ্ঠিত সেমিনার থেকে এ আহ্বান জানানো হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স ও বাংলাদেশ লেবার রাইটস্ সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়। বিল্স চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ডেইলি অবজারভার সম্পাদক ও ডিবিসি টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও মজুরি বোর্ড সদস্য শামসুন্নাহার ভূইয়া এমপি, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ লেবার রাইটস্ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী আবদুল হান্নান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিল্সের উপদেষ্টা পরিষদ সদস্য কামরুল আহসান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর