বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

যৌন হয়রানি বন্ধের আন্দোলনে ইউনূস

নিজস্ব প্রতিবেদক

যৌন হয়রানি বন্ধের আন্দোলনে লুক্সেমবার্গের মহামান্য গ্র্যান্ড ডাচেসের সঙ্গে হাত মেলালেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সম্পর্কিত এক আন্তর্জাতিক সম্মেলনে ইউনূস বলেন, ‘একটি উন্নততর সমাজ গড়ে তুলতে হলে মানুষকে তাদের খি ত দৃষ্টিভঙ্গিগুলো থেকে বেরিয়ে আসতে হবে। পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা নারীদের ওপর অনেক বিধিনিষেধ চাপিয়ে রেখেছে। এসব বিধিনিষেধের বেড়াজাল থেকে নারীদের মুক্ত করে  তাদের ক্ষমতায়ন ও সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে হবে।’ গতকাল রাজধানীর ইউনূস সেন্টার এ তথ্য জানায়। ডাচেস মারিয়া টেরেসার আয়োজনে লুক্সেমবার্গের ইউরোপিয়ান কনভেনশন সেন্টারে ২৬-২৭ মার্চ দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর