শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

৩০ ডিসেম্বর হেরেছে গণতন্ত্র : দুলু

পাবনা প্রতিনিধি

৩০ ডিসেম্বর হেরেছে গণতন্ত্র : দুলু

বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত ৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপি নয়, গণতন্ত্র হেরেছে। ওই নির্বাচনে বিএনপির পরাজয় হয়নি, আওয়ামী লীগই পরাজিত হয়েছে। ওই নীলনকশার নির্বাচনে শুধু আওয়ামী লীগ নিজেই পরাজিত হয়নি, দেশের গণতন্ত্রকেও পরাজিত করেছে তারা। ২৯ ডিসেম্বর রাতে পুলিশ ও প্রশাসন দিয়ে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। গতকাল দুপুরে পাবনা জেলা বিএনপির উদ্যোগে এক কর্মিসভায় তিনি এ কথা বলেন। পাবনা     শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ওই সভায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতার পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সামাদ খান মন্টু প্রমুখ।

রুহুল কুদ্দুস বলেন, বর্তমান সরকার মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে। শুধু তাই নয়, বেগম জিয়া গুরুতর অসুস্থ। সরকার তাকে সুচিকিৎসাও দিচ্ছে না। সাধারণ মানুষ গণতন্ত্র হারিয়েছে। তারা বিএনপি নেতাদের বিভিন্নভাবে হামলা-মামলা দিয়ে হয়রানি করছে। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

 এজন্য সব ভেদাভেদ ভুলে সবাইকে এক হতে হবে।

 

 

সর্বশেষ খবর