শিরোনাম
শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদান

সাংস্কৃতিক প্রতিবেদক

বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদান

২০১৪-২০১৮ এই পাঁচ বছরের পুরস্কার প্রদান, সেমিনার, প্রীতি বিতর্ক, পোস্টার প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, স্মারক মগ ও স্যুভেনিরের উন্মোচনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। গতকাল বেলা ১১টায় আগারগাঁওয়ে নবনির্মিত আর্কাইভ ভবন মিলনায়তনে সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। সন্ধ্যায় বসে পুরস্কার বিতরণের ৩৯তম আসর। কিউট নিবেদিত এ অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক নানা আয়োজন। অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পী ও কলা-কুশলীদের হাতে বাচসাস পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সংগঠনের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এছাড়া চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সৈয়দ হাসান ইমাম (অভিনয় ও নির্মাণ), কোহিনুর আকতার সুচন্দা (অভিনয়), সাবিনা ইয়াসমিন (সংগীত), মীর্জা আবদুল খালেক (প্রদর্শক) ও ফরিদুর রেজা সাগর (প্রযোজক) এই পাঁচজনকে প্রদান করা হয় ইমেরিটাস অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমা থেকে নানা শাখায় বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ খবর