রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বৈশাখ মাতাবে শখের হাঁড়ি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বৈশাখ মাতাবে শখের হাঁড়ি

পয়লা বৈশাখের বাকি কয়েক দিন। তাই ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের। রাত-দিন সমানতালে বৈশাখী উৎসবের বিভিন্ন উপকরণ তৈরি করছেন পরিবারের সদস্যরাও। রাজশাহীর পবা উপজেলার বাগধানী বসন্তপুর এলাকার ‘ঐতিহ্যবাহী শখের হাঁড়ি’ তৈরির কারিগরের বাড়িতে এ চিত্র দেখা গেছে। বাড়ির সদস্যদের দম ফেলার সময়টুকুও নেই। ধারণা করা হচ্ছে, এবার রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকা মাতাবে এই শখের হাঁড়ি। সরেজমিন দেখা গেছে, বাড়ির সামনে সুশান্ত কুমার পাল তৈরি করছিলেন ছোট ছোট হাঁড়ি। পাশেই কাজ করছিলেন সঞ্জয় কুমার পাল। তাকে সাহায্য করছিলেন বাড়ির সদস্যরা। তিনি ছোট ছোট হাঁড়ি তৈরি করছিলেন। বাড়িতে ঢুকতেই চোখে পড়ে ব্যস্ততার এ ছবি। পরিবারের একেকজন একেক কাজে ব্যস্ত। কেউ প্রস্তুত করছিলেন মাটি, কেউ বিভিন্ন জিনিসপত্র। আবার কেউবা রং-তুলির শেষ আঁচড় কাটছিলেন শখের হাঁড়িতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর