রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহ গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহ গুরুতর অসুস্থ

জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার কিডনি ও হার্ট খুব কম কাজ করছে। ফুসফুসেও ইনফেকশন দেখা দিয়েছে। ডায়াবেটিকস ও প্রেসার অনিয়ন্ত্রিত। তিনি অধ্যাপক ডা. মনজুর মনসুরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ  হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি নেতা সাবেক এমপি জহির উদ্দিন স্বপন প্রমুখ। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বুকে ব্যথা অনুভব করায় মাহফুজউল্লাহকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর প্রথমে তাকে সিসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এখন তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য দেশের বাইরে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এ জন্য তার বন্ধু-শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। মাহফুজউল্লাহর মেয়ে ডা. নুসরাত হোমায়রা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার বাবা গুরুতর অসুস্থ। মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা চাই। আমার বাবা শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি একজন মুক্তিযোদ্ধাও। আশা করি প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।’

সর্বশেষ খবর