রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সরকারি চাকরিতে বেতন বৈষম্য নিরসনের দাবি

নিজস্ব প্রতিবেদক

সরকারি বিভিন্ন দফতরে কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি কে এম বদিউজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন দফতরে কর্মরত সরকারি কর্মচারীরা অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, সচিবালয়, পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সুপ্রিম কোর্ট, কৃষি উন্নয়ন করপোরেশনের মতো সারা দেশের সরকারি দফতরে প্রধান সহকারী, উচ্চমান সহকারী ইত্যাদি পদ পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তায় আপগ্রেড করা এখন সময়ের দাবি। এটা না করায় প্রশাসনিক ক্রমবিন্যাস ভেঙে পড়েছে। পাশাপাশি অবিলম্বে বেতন বৈষম্য দূর করার আহ্বান জানান তারা। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সর্বশেষ খবর