রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রাজাকারদেরও তালিকা প্রকাশ করতে হবে

------ কাজী ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের ৪৯ বছরে বার বার মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, জেলা ও উপজেলা পর্যায়ে রাজাকার ও শান্তি কমিটি সদস্যদের নাম আজও ঘোষণা করা গেল না। সব মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডকে নির্দেশ দিলে এ তালিকা করা কঠিন নয়। যদি রাজাকার ও শান্তি কমিটির সদস্যদের নাম ইতিহাসে লিপিবদ্ধ না করা হয় তাহলে সঠিক ইতিহাস জাতি কখনো জানতে পারবে না। গতকাল রাজধানীর স্বামীবাগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মহানগরী আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান লাভলু, আইয়ুব আলী, কাউন্সিলর লাভলী চৌধুরী, অধ্যক্ষা রফিকা রহমান, আবু নাসের সিদ্দিকী প্রমুখ।

কাজী ফিরোজ রশীদ আরও বলেন, সমাজকে বদলাতে হবে। তবেই শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হবে। ইন্টারনেটের প্রভাব ও ফেসবুকে আসক্ত হয়ে পড়ছে শিক্ষার্থীরা। আগে যেখানে অবসর সময়ে বিভিন্ন বই পড়ে সময় অতিবাহিত করত এখন সেখানে ইন্টারনেটের প্রভাবে শিক্ষার্থীরা পাঠ্যবই পর্যন্ত পড়তে অনাগ্র দেখাচ্ছে। সে ক্ষেত্রে সমাজ ও অভিভাবকদের নজরদারি অপরিসীম।

সর্বশেষ খবর