রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অবিশ্বাস্য গতিময় অর্থনীতির দেশ বাংলাদেশ

বৈঠকে অর্থমন্ত্রীকে আইডিবি প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

মরক্কো সফররত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪৪তম বার্ষিক সভায় যোগদানের অংশ হিসেবে ব্যাংকটির প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এ সময় আইডিবির প্রেসিডেন্ট বান্দার এম এইচ হাজ্জা অর্থমন্ত্রীকে বলেন, অতি সম্প্রতি বাংলাদেশ সফরকালে এক অবিশ্বাস্য গতিময় অর্থনীতিতে সফল দেশ দেখে এসেছেন। ৫ ও ৬ এপ্রিল আইডিবির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। আ হ ম মুস্তফা কামাল ৫ এপ্রিল সন্ধ্যায় আইডিবির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হন। প্রেসিডেন্ট অর্থমন্ত্রীকে আরও বলেন, বাংলাদেশ একটি ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। তার মতে বাংলাদেশে অর্থনীতি এক স্তর থেকে উন্নততর আর এক স্তরে পৌঁছাচ্ছে। সে কারণে বাংলাদেশের আরও বেশি সম্পদের প্রয়োজন যা হতে পারে আর্থিক ও প্রাতিষ্ঠানিক। বাংলাদেশের এ ট্রান্সফরমেশনে আইডিবির জোরালো ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন ব্যাংকের প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্কসহ আরও কয়েকটি ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের প্রস্তাব পরীক্ষাধীন অবস্থায় আছে বলে জানান। পরীক্ষা-নিরীক্ষা শেষে এসব প্রকল্পের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইডিবির বোর্ড অব গভর্নর সভায় ও বিভিন্ন সেশনে অংশ নেওয়ার পাশাপাশি অর্থমন্ত্রী মরক্কোর অর্থমন্ত্রী মোহাম্মদ বেঞ্জাবোনের সঙ্গেও বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের অর্থমন্ত্রী পারস্পরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের অর্থমন্ত্রী বিগত ১০ বছরে দেশের সব অর্থনৈতিক সূচকে প্রভূত উন্নয়নের বিষয়ে মরক্কোর অর্থমন্ত্রীকে অবহিত করেন।

তিনি দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগকে টেকসই করার জন্যই সরকার এ শিল্পাঞ্চলগুলো গড়ে তুলেছে। তিনি এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পিপিপি পদ্ধতিতে তৈরি পোশাকশিল্প, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, চামড়াজাত পণ্য উৎপাদনে বিনিয়োগের জন্য মরক্কোর প্রতি অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে মোহাম্মদ বেঞ্জাবোন বলেন, তিনি শিগগিরই ঢাকা সফর করবেন। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়াতে তিনি উদ্যোগ নেবেন। দুটি বৈঠকেই অর্থমন্ত্রীর সঙ্গে ইআরডি সচিব মনোয়ার আহমেদসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর