সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বগুড়ায় অগ্নিঝুঁকিতে শতাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন

চিহ্নিত করতে মাঠে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় অগ্নি ও ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে শতাধিক বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন। ঝুঁকিপূর্ণ এসব ভবন চিহ্নিত করতে মাঠে নেমেছে বগুড়া ফায়ার সার্ভিস সদস্যরা। বগুড়ার পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, বহুতল ভবন নির্মাণের  নীতিমালা অনুসরণ করেনি এমন ২১টি ভবনের সন্ধান পাওয়া গেছে। এ সংখ্যা শতাধিক হতে পারে। পৌরসভার জনবল কম থাকায় ২১টি ওয়ার্ডের বিশাল এলাকা খুঁজে দেখা সম্ভব হচ্ছে না। নীতিমালা না মেনে ভবন নির্মাণের কারণে ভবন মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। আবার অনেকে ৬ তলার অনুমতি নিয়ে ১০ তলা ভবন করেছেন। কেউবা জরুরিভাবে বাড়ি বা ফ্ল্যাট থেকে বের হওয়ার জন্য বিকল্প সিঁড়ি রাখেননি। এ জাতীয় ভবন মালিকদের বছরে আড়াই থেকে ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। দু-একটি ভবনের মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা সম্ভব হয়েছে। তবে বেশিরভাগ ভবন মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা যায়নি। তিনি আরও জানান, নোটিশ দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা ভয়ভীতি দেখিয়েও            কাজ হচ্ছে না। বগুড়া জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যানার টানিয়ে দেওয়া হচ্ছে। চার দিনে বগুড়ায় ৪০ ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা হয়েছে।

 এসব অবৈধ নির্মাণকারীদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে উচ্চমাত্রার ভূমিকম্প অথবা  আগুনে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর