মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে বৈশাখী উৎসবকে ঘিরে চার স্তরের নিরাপত্তা

আয়োজকদের সঙ্গে সিএমপির সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পয়লা বৈশাখের উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পালন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরীর বৈশাখী অনুষ্ঠানগুলোর আয়োজকদের সঙ্গে সমন্বয় সভা করেছে। গতকাল বেলা ১১টায় সিএমপি কার্যালয়ে সভায় সিএমপির পক্ষ থেকে বলা হয়, আগামী ১৩ ও ১৪ এপ্রিল নগরজুড়ে চার স্তরে ৫ হাজার নিরাপত্তাকর্মী থাকবে। এ দুদিন নগরীর সিআরবি শিরিশতলা, ডিসি হিল, পতেঙ্গা সমুদ্রসৈকত ও জেলা শিল্পকলা একাডেমিসহ প্রধান প্রধান বৈশাখী উৎসব স্থানকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এসব  আয়োজনে পুলিশ ও গোয়েন্দা পুলিশ সদস্যের ভ্রাম্যমাণ তল্লাশি দল থাকবে। বর্ষবিদায়ের আগের দিন সিআরবি এলাকার আশপাশের বস্তিগুলোতে চালানো হবে তল্লাশি অভিযান। পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম ও কুসুম দেওয়ান, ডিসি এসবি ওয়ারিশ আহমেদ, ডিসি (নর্থ) বিজয় বসাক, ডিসি (বন্দর) আবু সায়েম, ডিসি (পশ্চিম) ফারুকুল হকসহ নগরীর ১৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎসবকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনার কথা তুলে ধরেন। সভায় আয়োজকদের পক্ষ থেকে নগরীর অন্যতম প্রধান সিআরবি শিরিশতলার বৈশাখী উৎসব নববর্ষ উদ্যাপন পরিষদের সহসভাপতি স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক হাসান মারুফ রুমী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক তাহের, ডিসি হিল সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্য অলক ঘোষ পিন্টু, সুচরিত দাশ খোকন, মোহাম্মদ আলী টিটো, আবদুল হাদি, জেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি সনজিত রায় ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন, র‌্যাব, ফায়ার সার্ভিস, সিভিল সার্জনের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিএমপি কমিশনার বলেন, অনুষ্ঠানস্থলে কোনো ব্যাগ, মুখোশ, লম্বা আলখেল্লা, নিষিদ্ধ ভুবুজেলা ব্যবহার ও বহন করা যাবে না। কোনো ধরনের মাদক ও দিয়াশলাই বহন করা যাবে না। পয়লা বৈশাখের সব ধরনের আয়োজন ওই দিন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে।

সর্বশেষ খবর