মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এবার দলীয় এমপিদের রাজাকারের প্রতিনিধি বললেন আসাদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অভিমানে কিছুদিন আগে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এবার দলের কয়েকজন এমপিকে নব্য রাজাকারের প্রতিনিধি বলে দাবি করেছেন তিনি। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন আসাদ। তিনি বলেন, ‘যেখানে     এমপিরা চাল-ধান-গম চুরি করে বিক্রি করে, সেখানে আমি বাধা দেই। এটি যদি অপরাধও হয় আমি যতদিন দায়িত্বে আছি তা করবই। যেখানে চাল বিক্রি করে, সেখানে আমি ব্যারিকেড দেই। জামায়াত-বিএনপিকে চাকরি দিয়ে গোটা রাজশাহী জেলা সয়লাব করেছে নব্য আওয়ামী লীগের প্রতিনিধি এমপিরা। সে কাজে তো আমি বাধা দেই, দেবই।’ আসাদ বলেন, ‘১০ টাকা কেজির চাল বিক্রি করে দেবেন, আর তা বলতে পারব না, তা তো হবে না। হেরোইন সিন্ডিকেটের উপদেষ্টা হয়ে আওয়ামী লীগের নামে দুর্নাম আনবেন, সেখানে আমি কেন্দ্রীয় আওয়ামী লীগে তো অভিযোগ দেবই। আমি এসব করি বলেই আমার বিরুদ্ধে দলে কোন্দলের অভিযোগ আনা হয়।’ তিনি বলেন, ‘দলের সভাপতি অনেক ভরসা নিয়ে আমাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেছিলেন। কিন্তু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার যে কর্মকাণ্ড থাকার কথা ছিল, সেটি আমি করতে পারছি না।’

 

সর্বশেষ খবর