মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

খালেদার মুক্তির দাবিতে বিএনপির অনশন

নিজস্ব প্রতিবেদক

প্যারোলে নয়, অবিলম্বে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায় বিএনপি। দলটির নেতারা গতকাল এক গণঅনশন কর্মসূচিতে এ দাবি জানিয়েছেন। তারা বলেন, দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চান না তারা। একই সঙ্গে রাজপথে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় বিএনপির এ গণঅনশন কর্মসূচি পালিত হয়। ছয় ঘণ্টার এ কর্মসূচি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপি নেতাদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো মূল্যে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সে জন্য আমাদের আন্দোলন শুরু করতে হবে। একই দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একই সময়ে অনশন কর্মসূচি পালিত হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের কর্মসূচিতে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার খালেদা জিয়াকে গায়ের জোরে আটকে রেখেছে। কারণ তাঁকে সরকার ভয় পায়, বিএনপিকে ভয় পায়। সে জন্যই আজকে বেগম খালেদা জিয়া কারাগারে। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ১৩ মাস ধরে বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। আমি আইনজীবী হিসেবে বলছি, আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্ত করা সম্ভব হবে না। আন্দোলন ছাড়া এর অন্য কোনো বিকল্প নাই। জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, স্লোগান দিয়ে খালেদা জিয়া মুক্ত হবে না। সবাইকে সারা বাংলায় ছড়িয়ে পড়তে হবে, গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে জাতীয় নেত্রীকে মুক্ত করার জন্য। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আপনারা হলের ভিতর আগামী একশ বছর গণঅনশন করুন, আর আমরণ অনশনই করুন, শেখ হাসিনাকে নড়াতে পারবেন না। শেখ হাসিনাকে নড়াতে হলে উনি যা করেছেন, ঠিক তেমনি করতে হবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। বিএনপির এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের দেওয়া বার্তা পাঠ করেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পরিচালনায় ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ গণঅনশনে অংশ নেন।

আন্দোলন চায় ২০ দল : তিন মাস পর বৈঠক হলো বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আন্দোলন চায় ২০-দলীয় জোটের শরিক দলগুলো। গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকে শরিকরা বিএনপির কাছে এ দাবি জানান। রাত পৌনে ৯টার দিকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় দেড়ঘণ্টা। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ খবর