বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

খুলনাকে মাদক ও দখলমুক্ত নগরী গড়ে তোলার আহ্বান

নাগরিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। বেদখল হওয়া ফুটপাত ও খালগুলোতে উচ্ছেদ অভিযানের পর পুনরায় তা দখল হয়ে যাচ্ছে। মাহেন্দ্র-ইজিবাইকের অনিয়ন্ত্রিত চলাচল যানজট, শব্দ দূষণ করছে। অল্প বৃষ্টিতেই বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আয়োজিত নাগরিক সংলাপে এসব নাগরিক সমস্যার কথা জানায় বক্তারা। গতকাল মহানগরীর শিরিশনগর প্রশিক্ষণ কেন্দ্রে এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন সুশাসনের জন্য নাগরিক (সনাক) সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অসীম আনন্দ দাস ও প্রোগ্রাম অফিসার রুবাইয়াত হাসান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। বক্তারা এসব সমস্যা নিরসনের আহ্বান জানিয়ে বলেন, শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ খবর