শিরোনাম
বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বিআরটিএর পাঁচ অফিসে দুদকের অভিযান

কর্মকর্তাদের শোকজ

নিজস্ব প্রতিবেদক

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদান, লাইসেন্স নবায়ন, গাড়ির মালিকানা পরিবর্তন, ডিজিটাল নাম্বার প্লেট প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশব্যাপী পাঁচ জেলায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিটের তত্ত্বাবধানে সংস্থাটির প্রধান কার্যালয়, হবিগঞ্জ, বগুড়া, বরিশাল এবং টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয় থেকে গতকাল একযোগে এসব অভিযান পরিচালনা করা হয়। দুদকের জনসংযোগ বিভাগ জানায়, অভিযানে গিয়ে সেবাপ্রদানের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, অনিয়ম, দায়িত্বে অবহেলা ও বিশৃঙ্খলার প্রমাণ পাওয়া গেছে। রাজধানীর বিআরটিএ, ইকুরিয়া কার্যালয়ে দায়িত্বে অবহেলার দায়ে সহকারী পরিচালক নূরুল ইসলাম ও হারুন অর রশিদ, মোটরযান পরিদর্শক মাহবুবুর রহমান, উচ্চমান সহকারী ছগির আকন্দ, অফিস সহকারী মো. আজিম ও আনসার সদস্য  সৈয়দ হোসেনকে শোকজ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিআরটিএর বগুড়া কার্যালয় থেকে চার দালালকে  সেবাপ্রার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ গ্রহণের সময় স্থানীয় জেলা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে হবিগঞ্জে দুদক টিমের অভিযানের সময় এক দালালকে ১৫ দিনের কারাদণ্ডসহ আরেকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বরিশাল ও টাঙ্গাইলের বিআরটিএ অফিসেও অভিযান চালিয়েছে দুদক টিম। এ সময় দুদক টিমের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়।

সর্বশেষ খবর