বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দিতেই হবে সুপ্রভাতকে

নিজস্ব প্রতিবেদক

বাসচাপায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে জরুরি খরচ বাবদ ১০ লাখ টাকা দিতে হাই কোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রভাত পরিবহনের মালিকপক্ষের করা আবেদন খারিজ করে গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। ফলে সুপ্রভাত পরিবহনকে এখন ১০ লাখ টাকা দিতেই হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত ১৯ মার্চ প্রগতি সরণির বসুন্ধরা গেটে সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যু হয়। ওই ঘটনার পর দুই দিন রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা।      সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পরদিন সংবাদপত্রে প্রকাশিত খবর হাই কোর্টের নজরে এনে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এই রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট আবরারের পরিবারকে ‘জরুরি খরচ’ বাবদ ১০ লাখ টাকা দিতে নির্দেশ দেয়। দুর্ঘটনার জন্য দায়ী সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে ৭ দিনের মধ্যে ওই টাকা পরিশোধ করতে বলা হয়। পাশাপাশি সড়ক ব্যবহারের ক্ষেত্রে সাধারণের নিরাপত্তা দিতে কর্তৃপক্ষের ‘অব্যাহত ব্যর্থতা’ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দুর্ঘটনায় নিহত আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

হাই কোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে গত ২ এপ্রিল চেম্বার আদালতে আবেদন করে সুপ্রভাতের মালিক পক্ষ। চেম্বার আদালত সেদিন কোনো আদেশ না দিয়ে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। এর ধারাবাহিকতায় বিষয়টি গতকাল আপিল বিভাগে উঠলে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সুপ্রভাতের আবেদন খারিজ করে দেয়।

সর্বশেষ খবর