বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রংপুরে ৯৫ ভাগ ভবনই ঝুঁকিতে

যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ৯৫ ভাগ ভবনই ঝুঁকিতে

ভয়াবহ অগ্নি ঝুঁকিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল -বাংলাদেশ প্রতিদিন

রংপুর মহানগরীতে সরকারি-বেসরকারি হাসপাতালসহ ৯৫ ভাগ ভবনে নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণসহ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে নিয়ম মানছেন না ভবন মালিকরা। এ কারণে দিন দিন এসব ভবনে বাড়ছে অগ্নি ঝুঁকি।

ফায়ার সার্ভিস বলছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেয় প্রায় দুই হাজার রোগী। কিন্তু ফায়ার সার্ভিসের আগুনের ঝুঁকির তালিকায় প্রথম সারিতে রয়েছে সরকারি এই হাসপাতালটি। এ ছাড়াও ঝুঁকিতে রয়েছে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল, কছিরউদ্দিন হাসপাতাল, প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বেশির ভাগ বেসরকারি হাসপাতাল। হাসপাতালের মতো নগরীর বেশির ভাগ বিপণিবিতানও অগ্নি ঝুঁকিতে রয়েছে। জেলা পরিষদ সুপার মার্কেট, কমিউনিটি সুপার মার্কেট, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, গোল্ডেন টাওয়ার, শাহ আমানত টাওয়ার, মিনি সুপার মার্কেট, সিটি বাজার, নবাবগঞ্জ বাজারসহ ছোট বড় বাণিজ্যিক ভবন ও মার্কেটগুলোতে অগ্নিনির্বাপণের নেই সামান্য ব্যবস্থা। এসব মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নি দুর্ঘটনা ঘটলে মুহূর্তেই হতে পারে যে কারও অকাল প্রয়াণ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর অঞ্চলের উপ-পরিচালক ইউনুস আলী বলেন, নগরীর ৯৫ ভাগ ভবনই অগ্নি ঝুঁকিতে রয়েছে। কোনো ভবনেই বিধিসম্মত নিরাপত্তা ব্যবস্থা নেই। আমাদের চার সদস্যের একটি প্রতিনিধি দল ভবন পরিদর্শনে মাঠে নেমেছে। যেসব ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পাওয়া যাবে না, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দফতরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে। প্রয়োজনে ফায়ার সার্ভিসের নিজস্ব আইনে ভবন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রংপুর সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, যারা ভবন মালিক, তাদের বেশির ভাগই নিয়ম লঙ্ঘন করেছেন। তারা ভবন নির্মাণের সময় ফায়ার সার্ভিস বিভাগের সঙ্গে যোগাযোগ করেননি। এমনকি আগুন নেভানোর ক্ষেত্রে কি রকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেই পরামর্শও গ্রহণ করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর