বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
ফায়ার সার্ভিসের চিঠি

মার্কেটে পানির ব্যবস্থা রাখুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে পুকুর-জলাধার ও ডোবা। অগ্নিনির্বাপণে অতিজরুরি পানির সাময়িক জোগান দিতে মার্কেট ও বড় স্থাপনা কেন্দ্রিক রিজার্ভার তৈরির পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। এ নিয়ে ফায়ার সার্ভিস কার্যালয় নগরের মার্কেটগুলোকে চিঠিও দিয়েছে। একই সঙ্গে বিষয়টি মনিটরিংয়ে মহানগরীকে আটটি জোনে ভাগ করেছে ফায়ার সার্ভিস। দায়িত্বপ্রাপ্ত পরিদর্শন টিম ঝুঁকিপূর্ণ ভবনে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিচ্ছেন। একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনও (চসিক) ৯ সদস্যের একটি সার্ভে টিম গঠন করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নগরে গুরুত্বপূর্ণ ছোট বড় ৪৫টি মার্কেট আছে। এর মধ্যে রিয়াজুদ্দিন বাজার, হকার্স মার্কেট, টেরিবাজারসহ অন্তত ১০টি মার্কেট অতিমাত্রায় অগ্নিঝুঁকিতে। এসব মার্কেটে অগ্নিদুর্ঘটনা ঘটলে বের হওয়ার সুযোগ খুবই কম। তাই ফায়ার সার্ভিস নগরের ৪৫টি মার্কেট কর্তৃপক্ষকে সুবিধামতো স্থানে একটি করে পানির রিজার্ভার নির্মাণের পরামর্শ দিয়েছেন।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতি ও রিয়াজুদ্দিন বাজার বণিক সমিতির সঙ্গে কথা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, ‘আগুন নেভানোর জন্য নগরে পানির উৎস নেই বললেই চলে। তবে সরকারি উদ্যোগে মার্কেট, প্রতিষ্ঠান বা বড় স্থাপনা কেন্দ্রিক পানির রিজার্ভার তৈরি করা সময় সাপেক্ষ।’

তিনি বলেন, ‘আমরা বড় ও ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর সমিতিকে পরামর্শ দিয়েছি, সিটি করপোরেশন থেকে জায়গা নিয়ে মার্কেটের দোকানগুলো থেকে অর্থ সংগ্রহ করে পানির রিজার্ভার নির্মাণ করতে। পানির সংকট নিরসনে এটিই বিকল্প সমাধান।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর