বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কেডিএ’র বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা নাগরিক সমাজের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ’র নানা অনিয়মের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে নাগরিক সংগঠন ‘সম্মিলিত নাগরিক সমাজ’। আগামী ১৩ এপ্রিল দাবি আদায়ে নগরীর পিকচার প্যালেস মোড়ে অবস্থান কর্মসূচি ও ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

গতকাল দুপুরে খুলনা প্রেস ক্লাবে মতবিনিময় সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বলেন, হঠাৎ করেই বাড়ির নকশা অনুমোদনের ক্ষেত্রে ২০ ফুট রাস্তার বাধ্যবাধকতা নির্ধারণ করা হয়েছে। নগরীতে ইতিপূর্বে ৬ থেকে ১২ ফুট চওড়া রাস্তা থাকলেই বাড়ির নকশা অনুমোদন দেওয়া হলেও নতুন এই সিদ্ধান্তে দিশাহারা হয়ে পড়েছেন নগরবাসী। অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বলেন, ‘সংবাদ সম্মেলনের পর ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানাভাবে লোক দিয়ে, পাইক-পেয়াদা, প্রশাসন দিয়ে আমাদের ফোন দেওয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর