শিরোনাম
বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দেড় হাজার নোংরা পানির জার নষ্ট করেছে বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক

দেড় হাজার নোংরা পানির জার নষ্ট করেছে বিএসটিআই

অবৈধভাবে পানি বিক্রি বন্ধে এবং নন ফুড গ্রেড বোতলে করে নোংরা পানি বাজারজাত করার উদ্দেশে রাখা দেড় হাজারেরও বেশি পানির জার নষ্ট করেছে বিএসটিআই। গতকাল রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে এসব পানির জার নষ্ট করে সংস্থাটি। বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হকের নেতৃত্বে ১০ সদস্যের দল এ অভিযান পরিচালনা করে। জানা যায়, অভিযানের শুরুতে দলটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে থেকে একটি পানির জার বোঝাই ট্রাক আটক করে। পরে সেখানে থাকা পানির জারগুলো নষ্ট করে তারা। এরপর নিউমার্কেট এলাকায় অভিযানে নামে। এ সময় রিয়াজুল জানান, নাম-ঠিকানাবিহীন এবং অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে পানি প্রক্রিয়াজাত করে নামে-বেনামে কিছু অসাধু ব্যবসায়ী রাজধানীর বিভিন্ন স্থানে পানি উৎপাদন করে তা বাজারজাত করছে। নিয়মিত অবৈধভাবে পানি উৎপাদন ও নোংরা পানি বিক্রির বিরুদ্ধে অভিযান চলবে। এ ছাড়া মিরপুর-১০ ও ইব্রাহিমপুর এলাকায় ওজনে কম দেওয়ার অভিযোগে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর