বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পয়লা বৈশাখ উদযাপনে বেঁধে দেওয়া সময় প্রত্যাহার দাবি

সাংস্কৃতিক প্রতিবেদক

পয়লা বৈশাখ উদযাপনে বেঁধে দেওয়া সময় প্রত্যাহার দাবি

পয়লা বৈশাখের অনুষ্ঠান ঢাকায় সন্ধ্যা ৬টা এবং অন্যত্র বিকাল ৫টার মধ্যে শেষ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়ের সিদ্ধান্তকে প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশের ৮টি সাংস্কৃতিক সংগঠন। সেই সঙ্গে পয়লা বৈশাখের অনুষ্ঠানের সময়সীমা অন্ততপক্ষে রাত ৮টা পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনগুলোর নেতারা। গতকাল এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানায় তারা। সময় বৃদ্ধির দাবিতে যৌথ বিবৃতিদাতা সংগঠনগুলো হলো সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ চারুশিল্পী সংসদ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হওয়ায় বাঙালির সব চেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসবকে চিরাচরিত পন্থায় উদ্যাপিত হতে দেওয়া উচিত।

সরকার একদিকে বাংলা নববর্ষ আয়োজনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অর্থ বরাদ্দ প্রদান করছে, অপরদিকে প্রাণের উৎসবকে সময়ের শেকলে আবদ্ধ করছে, যা বিদ্যমান নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

বটতলার নাটক ‘খনা’ : সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের সমাপনী সন্ধ্যায় গতকাল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হয়েছে নাটকের দল বটতলা প্রযোজিত নাটক ‘খনা’। সামিনা লুৎফা নিত্রা রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আলী হায়দার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমিত  তেওয়ারি রানা, ম. সাঈদ, পঙ্কজ মজুমদার, সামিনা লুৎফা নিত্রা, মোহাম্মদ আলী হায়দার, কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, তৌফিক হাসান ভূঁইয়া, শারমিন ইতি, মিজানুর রহমান, হামিদুল ইসলাম হিল্লোল, হুমায়ূন আজম রেওয়াজ, নাফিউল ইসলাম, হাফিজা আক্তার ঝুমা ও শেউতি শা’গুফতা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর