বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শিক্ষার্থীর ছিনতাই হওয়া টাকা উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীর ছিনতাই হওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করল ট্রাফিক পুলিশ। গতকাল দুপুরে যমুনা ফিউচার পার্কের দক্ষিণ গেটের পিঠাঘরের সামনে থেকে টাকাসহ সংঘবদ্ধ ছিনতাকারী চক্রের সদস্য সালামকে হাতেনাতে আটক করা হয়। তবে তার দুই সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সালামের বাড়ি খুলনায়। তুরাগ থানার ভাবনার টেক এলাকায় থাকেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, আশফাকুর রহমান নামের এক শিক্ষার্থী ডাচ্-বাংলা ব্যাংক থেকে ৬০ হাজার টাকা তুলে নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তাকে অনুসরণ করে। পিঠাঘরের সামনে ছিনতাইকারী রিপন ও মণির ধাক্কা দেওয়ার অভিযোগে আশফাকুরের সঙ্গে বিবাদে লিপ্ত হন। এ সুযোগে সালাম নামের অন্য ছিনতাকারী আশফাকুরের ব্যাগ থেকে টাকা বের করে পকেটে ঢোকান। বিষয়টা পাশের কয়েকজন স্কুলশিক্ষার্থী দেখে ফেলে। আশফাকুরের সহায়তায় তারা এগিয়ে গেলে ছিনতাইকারীদের সঙ্গে আশফাকুর ও অন্যদের হাতাহাতি শুরু হয়। এ নিয়ে হৈচৈ শুরু হলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় পিঠাঘরের সামনের সড়কে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ট্রাফিক পুলিশ। শোরগোল শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীদের দুজন পালিয়ে যান। শিক্ষার্থীরা সালামকে ধরে পুলিশে দেয়। পুলিশ তার কাছ থেকে ছিনতাই করা টাকা উদ্ধার করে। নিকটস্থ ট্রাফিক পুলিশ বক্সের টিআই এম এম বিল্লাল আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তিন ছিনতাইকারীর মধ্যে সালামকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ছিনতাই করা টাকা উদ্ধার করে আশফাকুরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সালামকে থানা পুলিশে হস্তান্তর করা হবে।

ছিনতাইকারী সালাম জানান, দুই বছরের মতো অন্য দুজনকে নিয়ে তিনি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত। সকালে উত্তরায় মিলিত হয়ে তিনজন রেস্তোরাঁয় নাস্তা করেন। এরপর এই এলাকায় আসেন। তিনি পিঠাঘরের সামনে অবস্থান নেন। অন্য দুজন যান ব্যাংকে। আশফাকুর ব্যাংক থেকে টাকা তুলে বের হলে তারা সালামকে ফোনে জানান। পিঠাঘরের সামনে পরিকল্পিতভাবে আশফাকুরের গতি রোধ করে শোরগোল সৃষ্টি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর