বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পুনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ হকারদের

নিজস্ব প্রতিবেদক

পুনর্বাসনের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে রাস্তা অবরোধ করে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন হকাররা। গতকাল বাংলাদেশ হকার্স ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচিতে কয়েক শ হকার অংশ নেয়। অবরোধের কারণে দুপুরে পুরো মতিঝিল এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। মতিঝিল অবরোধস্থলে গিয়ে দেখা গেছে, কয়েক শ হকার জড়ো হয়ে শাপলা চত্বর এলাকায় মিছিল করে। প্রতীকী অনশন কর্মসূচিতে হকার নেতাসহ গুলিস্তান-পল্টন মতিঝিল এলাকায় ব্যবসা করা হকাররা অংশ নিয়েছেন। এ কর্মসূচির ফলে রাজধানীর ইত্তেফাক  মোড় থেকে শাপলা চত্বর এবং ফকিরাপুল থেকে মতিঝিলের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় হকার নেতারা বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। হকার ব্যবস্থাপনার জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে,  সেই সঙ্গে দুপুর থেকে ফুটপাথের এক-তৃতীয়াংশে বসতে দিতে হবে। হকার নেতারা আরও বলেন, গরিব হকারদের পেটে লাথি মারবেন না। আমরা হকাররা সব সময় বিভিন্ন মহলের নির্যাতন সহ্য করে ব্যবসা করে আসছি। সারা দিন কষ্ট করে সামান্য টাকা আয় করে পরিবার নিয়ে দিন কাটাই।

তাই আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করবেন না। অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রমিক নেত্রী জলি তালুকদার, হযরত আলী, সেকান্দার হায়াত প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর