বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

হাসপাতালে র‌্যাবের অভিযান

মালিকের এক বছরের কারাদণ্ড দুই লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি

রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকায় অবস্থিত ক্যান্ট ভিউ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল এবং ক্যান্ট পাবলিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ২টায় শুরু হয়ে এই অভিযান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাবে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পাশাপাশি অবস্থিত এ দুটি প্রতিষ্ঠানের মালিক সৈয়দ মফিজুর রহমান। সেখানে মেয়াদোত্তীর্ণ জীবন রক্ষাকারী ইনজেকশন ওষুধ অপারেশন কিট ও রিএজেন্ট ব্যবহার করে রক্ত এবং প্রস্রাব পরীক্ষা ও অপারেশন সম্পন্ন করা হতো। অভিযানের সময় প্রতিষ্ঠান দুটির মালিক সৈয়দ মফিজুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদ- ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ল্যাব টেকনিশিয়ান শিউলী বেগম (২২) ও ওটি ইনচার্জ রিনা হালদার (২৭) প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের সাজার আদেশ দেন আদালত। আসামিরা জরিমানার টাকা দিয়ে মুক্তি পান। আসামিদের বিরুদ্ধে আরও অভিযোগ তারা পরস্পর যোগসাজশে চিকিৎসকের স্বাক্ষর জাল করে বিভিন্ন মনগড়া পরীক্ষার রিপোর্ট তৈরি করে সেবা নিতে আসা মানুষকে তা সরবরাহ করতেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর