শিরোনাম
শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

হাইরাইজ ভবনে হাইভোল্টেজ ঝুঁকি

সিলেটে ফায়ার সার্ভিসের নিয়ম মানে না কেউ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

হাইরাইজ ভবনে হাইভোল্টেজ ঝুঁকি

সিলেটে বিল্ডিং কোড নিয়ম মেনে গড়ে ওঠেনি কোনো হাইরাইজ বিল্ডিং। ভবন তৈরির আগে সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিলেও নির্মাণের সময় তা অনুসরণ করছেন না কেউই। ফলে মহানগরের তিন শতাধিক হাইরাইজ বিল্ডিংয়ের সবকটিই ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করছে ফায়ার সার্ভিস। এসব বিল্ডিংয়ে আগুন লাগলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সম্প্রতি ঢাকায় কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক প্রাণহানির পর নড়েচড়ে বসেছে সিটি করপোরেশন। ভবন নির্মাণের অনুমতি প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে যৌথভাবে অভিযানে নামার ঘোষণা দিয়েছেন নগর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সভা করে একটি কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই নগরে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই কমিটির মাঠে নামার কথা রয়েছে। সিটি করপোরেশন সূত্র জানান, সিলেট নগরে হাইরাইজ বিল্ডিং (সাত তলার ওপরে) রয়েছে তিন শতাধিক। সিটি করপোরেশনের নকশা অনুযায়ী নির্মিত হলেও এসব ভবন নির্মাণে অনুসরণ করা হয়নি ফায়ার সার্ভিসের নিয়মনীতি। দুর্যোগ মোকাবিলায়ও রাখা হয়নি কোনো ব্যবস্থা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেট অফিসের সহকারী পরিচালক দিনমণি শর্মা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বহুতল ভবনের অগ্নিনির্বাপণের জন্য মালিকপক্ষ নিজস্ব কিছু ব্যবস্থা রাখার কথা। ভবন নির্মাণের আগে মালিকরা এসব ব্যবস্থা রাখার প্রতিশ্রুতি দিয়ে ছাড়পত্র নেন। কিন্তু নির্মাণের সময় তারা অগ্নিনির্বাপণের জরুরি ব্যবস্থাগুলো রাখেন না।’ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘বিল্ডিং কোডের সব নিয়ম মেনে অনেকেই ভবন তৈরি করেননি।’ এসব ভবনে অগ্নিকা  ঘটলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর