শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নতুন ভ্যাট আইন হবে অধিকতর ব্যবসাবান্ধব

---- এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ১ জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া নতুন ভ্যাট আইন হবে অধিকতর ব্যবসাবান্ধব। এতে ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীরা বেশি সুফল পাবেন। তিনি গতকাল খুলনার এক অভিজাত হোটেলে ২০১৯-২০২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, এনবিআর সদস্য মো. ফিরোজ শাহ আলম, কানন কুমার রায় ও ড. আবদুল মান্নান শিকদার প্রমুখ।

এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বাজেটের আকার যেমন বাড়ছে সেই সঙ্গে রাজস্ব আহরণের পরিমাণও প্রতিবছর ১৫ থেকে ২০ শতাংশ হারে বাড়ছে। বাংলাদেশের বাজেট এখন অনেকটাই স্বনির্ভরশীল। পদ্মা সেতু নির্মাণ তার বড় উদাহরণ। তিনি বলেন, গত বছর ২ লাখ ৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এ অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা একটু বেশি মনে হলেও আমরা তা অর্জন করার আপ্রাণ চেষ্টা করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর