শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বিজিএমইএর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আগামী দুই বছরের জন্য বিজিএমইএর পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে গতকাল। এর মাধ্যমে পরিচালকদের ভোটে প্রথমবারের মতো কোনো নারী বিজিএমইএ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালনা পর্ষদের আরও সাতজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনে নতুন পরিচালনা বোর্ডের সদস্যরা মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুবানা হককে সংগঠনটির সভাপতি নির্বাচিত করেন। একই সঙ্গে প্রথম সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুস সালাম, সিনিয়র সহসভাপতি হয়েছেন ফয়সাল সামাদ, সহসভাপতি এস এম মান্নান (কচি), সহসভাপতি (অর্থ) এম এ রহিম। এ ছাড়া নবনির্বাচিত পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে চট্টগ্রাম থেকে সহসভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আরশাদ জামাল (দিপু), মো. মশিউল আজম (সজল) এবং এ এম চৌধুরী (সেলিম)। এর আগে ৬ এপ্রিল বিজিএমইএ’র নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম প্যানেল। সম্মিলিত পরিষদ ও ফোরামের ২৬ জন প্রার্থীর মধ্যে ২৬ জনই বিজয়ী হন সদস্যদের ভোটে।        

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর