শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দুই মাসের মধ্যে উত্তর ঢাকার খাল দখলমুক্ত হবে

কালশী খাল পরিদর্শনে গিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

দুই মাসের মধ্যে উত্তর ঢাকার খাল দখলমুক্ত হবে

আগামী দুই মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সব খাল দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল মিরপুরের কালশী খাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঢাকার জলাবদ্ধতা দূর করতে খালগুলোর প্রবাহ ধরে রাখা জরুরি। আমরা দেখছি নদীর পাড়ের অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে। একইভাবে খালপাড়ের অবৈধ স্থাপনাগুলোও ভেঙে ফেলতে হবে। খালে যে পর্যন্ত আমাদের মেশিন যাবে, নগরপিতা হিসেবে সেই পর্যন্ত খালগুলো আমি পরিষ্কার করেই ছাড়ব। তিনি বলেন, খালগুলো ওয়াসার আর খালের পাড় ঢাকা জেলা প্রশাসনের অধীন। তাই ওয়াসার সঙ্গে সমন্বয় করে দখলমুক্ত অভিযান চালাব। জেলা প্রশাসককেও খালগুলো দেখে যেতে বলেছি। আমি বলে দিয়েছি, কোনো খাল আর দখলে থাকবে না। আমি দেখেছি, বাইশটেকি খালের কোথাও কোথাও এক-দুই ফুট জায়গা অবৈধ দখলে রয়েছে। আমার কাজ হবে এই মুহূর্তে এগুলো পরিষ্কার করা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর