শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

গুঁড়িয়ে দেওয়া হলো ১৯ স্থাপনা

নিজস্ব প্রতিবেদক

তুরাগ তীরের ১৯ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার অভিযানে গতকাল অবমুক্ত করা হয় ২ দশমিক ৫ একর তীরভূমি। উচ্ছেদকৃত বিভিন্ন সামগ্রী ৪ লাখ ২ হাজার টাকায় নিলামের পাশাপাশি শারমিন এ্যাপারেলস নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গতকাল তৃতীয় পর্বের তৃতীয় দিনের (২৭ তম কার্যদিবস) অভিযানে তুরাগ থানার গ্রামভাটুলিয়া এলাকায় তুরাগ তীরে উচ্ছেদ কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ। এ দিনের অভিযানে নদ তীরের একটি পাকা দোতলা, চারটি একতলা, পাঁচটি আধা পাকা ঘর ও নয়টি টিনের ঘর উচ্ছেদ করা হয়। এছাড়া চারটি বালুর গদি অপসারণ করা হয়। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর