শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বিদায় ১৪২৫

মোস্তফা মতিহার

আজ শনিবার বঙ্গাব্দ ১৪২৫-এর শেষ দিন। পশ্চিমাকাশে আজকের সূর্যটি অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে বিদায় নেবে বাংলা সন ১৪২৫। ‘এসো হে বৈশাখ এসো এসো’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানকে হৃদয়ে ধারণ করে কাল আপাদমস্তক বাঙালি হয়ে উঠবে সারা দেশের মানুষ। জীবনের হালখাতা থেকে সব গ্লানি ও জরাজীর্ণতাকে মুছে সফলতার গল্প বুনতে নতুন করে মেতে উঠবে বাঙালি। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষ সব বাঙালি কাল জাতিসত্তার দিকেই ধাবিত হবে। বসনে বাঙালি হওয়ার পাশাপাশি কায়মনে বাঙালি হওয়ার চেষ্টায় মেতে উঠবে সারা দেশের সব মানুষ। রাজধানীসহ সারা দেশ বর্ণিল সাজে সাজবে। সেই সঙ্গে পান্তা, ইলিশ, মুড়ি-মুড়কি, বাতাসা আর ম া-মিঠাই দিয়ে অতিথি আপ্যায়নের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে উঠে আসবে হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। নতুন করে খোলা হবে হিসাবের খেরোখাতা।

তাতে উঠে আসবে দেনা-পাওনা ও চাওয়া-পাওয়ার সব হিসাব। সারা দেশে বৈশাখী আবহ তুলে ধরে ভ্রাতৃত্বের সেতুবন্ধনে কাল সব বাঙালি মেতে উঠবে নিজস্ব স্বকীয়তায়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা বর্ণাঢ্য আয়োজনে বরণ করবে পয়লা বৈশাখ ১৪২৬-কে। রমনার বটমূল, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, চ্যানেল আই ও সুরের ধারা, হাতিরঝিল, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, উদীচী, খেলাঘর, গ্রুপ থিয়েটার ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বৈশাখ বরণে মেতে উঠবে আনন্দ আর উদ্দীপনায়। মঙ্গল শোভাযাত্রা, নাচ, গান, আবৃত্তি, পুুতুলনাচ, লোকজ মেলা, পান্তা-ইলিশ, পিঠা-পুলিতে অতিথি আপ্যায়নসহ নানা কর্মসূচিতে সাজানো থাকবে বৈশাখ বরণের এই আয়োজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর