শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বিএনপি গর্তে ঢুকে গেছে

-এনামুল হক শামীম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে জনগণের ভোটে লাল কার্ড খেয়ে বিএনপি এখন গর্তে ঢুকে গেছে। মিথ্যাচার ও নালিশ করে মিডিয়ার মাধ্যমে টিকে আছে। গতকাল ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে রান করেছে। তিনি ছাড়া আর কারও দ্বারা দেশের এমন উন্নয়ন সম্ভব নয়। তিনি সব লোভ-লালসার ঊর্ধ্বে থেকে তার পিতার সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নগুলোর পুরোটাই বাস্তবায়ন করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলেই যে কোনো অর্জন সম্ভব। দল দীর্ঘদিন ক্ষমতায় আছে। অনেকেই দলে যোগদান করতে চাইবে। তারা যোগদান করে অপকর্ম করে আওয়ামী লীগের বদনাম করবে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম হাজারী এমপির পরিচালনায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী, আকরামুজ্জামান, রফিকুল ইসলাম, সাইফুদ্দিন নাসির, করিম উল্লাহ বিকম, আবদুল আলীম প্রমুখ। ফেনী জেলা সাধারণ সম্পাদক নিজাম হাজারী জানান, ফেনী একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের ক্যারিশমায় এবং উন্নয়নের প্রতি আস্থা রেখে বিএনপির দুর্গ এখন আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ নাসিমের নির্দেশে জেলা আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে সংগঠিত ও শক্তিশালী। এর আগে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ফেনীর কউয়া, মহুরী, ছেলুনিয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে ৩ কোটি টাকা বরাদ্দ দেন। এ সময় স্থানীয় এমপি শিরিন আখতার উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর