শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রেলের ৫০ ভাগ টিকিট বিক্রি হবে অ্যাপে

প্রতিদিন ডেস্ক

ট্রেনের অগ্রিম টিকিট কেনায় ভোগান্তি কমাতে আগামী ২৮ এপ্রিল একটি  মোবাইল অ্যাপ উদ্বোধন করা হচ্ছে। যার মাধ্যমে বিভিন্ন আন্তঃনগর  ট্রেনের  মোট টিকিটের ৫০ ভাগ বিক্রি করা হবে বলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন। এ ছাড়া ঈদের অগ্রিম টিকিট কমলাপুরসহ ছয়টি স্থান থেকে বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। খবর বিডি নিউজ। গতকাল বিকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী। তিনি বলেন, এতদিন শুধু কমলাপুর স্টেশন থেকেই ঈদের আগাম টিকিট বিক্রি করা হতো। কিন্তু এবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে টিকিট বিক্রি হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীরা যেন ঘরে বসে টিকিট কিনতে পারেন  সে ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মোবাইল অ্যাপে টিকিট কেনার সুযোগ দেওয়া হলে  রেল স্টেশনে আর ভিড় হবে না। তিনি বলেন, যাত্রীরা ঈদের আগাম টিকিটের ৫০ ভাগ অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন। আর বাকি ৫০ ভাগ কাউন্টার  থেকে বিক্রি হবে। কমলাপুর, বিমানবন্দর ও গাজীপুর রেল স্টেশন  থেকে ঈদের আগাম টিকিট বিক্রি হয়। এর বাইরে ফুলবাড়িয়া  থেকে টিকিট দেব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে  যোগাযোগ করছি, তারা রাজি হলে টিএসসি থেকেও ঈদের আগাম টিকিট বিক্রি করা হবে। আর মিরপুরে পুলিশের কনভেনশন সেন্টার থেকে টিকিট  দেওয়ার ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর