শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

তুরাগ তীরের ৯৮ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

বেশ কয়েকটি পাকা ভবনসহ তুরাগ তীরের ৯৮ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঢাকার চার পাশের নদী দখলমুক্ত করার অভিযানে গতকাল অবমুক্ত করা হয় তুরাগের চার একর তীরভূমি। নিলামে বিক্রি করা হয় ৭৪ লাখ ৭৬ হাজার টাকার মালামাল। বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। গতকাল তৃতীয় পর্বের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের (৩০তম কার্যদিবস) অভিযানে ঢাকার তুরাগ থানার কামারপাড়া সংলগ্ন মাছিমপুর মৌজায় তুরাগ তীরে উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। বুলডোজার, স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় নদের জায়গা ভরাট করে গড়ে তোলা ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, প্রাচীর, ওয়্যার হাউস। এ দিনের অভিযানে ১১টি একতলা, ১০টি আধা পাকা, ২০টি টিনশেড, পাঁচটি ওয়্যার হাউস, সাতটি বাউন্ডারি ওয়াল ও ৪৫টি টিনের ঘর উচ্ছেদ এবং ছয়টি বালুর গদি অপসারণ করা হয়।

সর্বশেষ খবর