রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রাজপথে ১০ হাজার সরকারি কর্মচারী

বেতন বৈষম্যের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিভাগের বিভিন্ন সরকারি দফতরে কর্মরত প্রধান সহকারী ও উচ্চমান সহকারীর পদবি পরিবর্তন করে ‘প্রশাসনিক কর্মকর্তা’ করার দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন প্রায় ১০ হাজার সরকারি কর্মচারী। একই সঙ্গে তাদের বেতন বৈষম্য নিরসনের দাবি জানানো হয়েছে।

গতকাল সকালে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে দাবি আদায়ে মানববন্ধন করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ, খুলনা বিভাগীয় কমিটির ডাকে এ মানববন্ধনে সরকারি বিভিন্ন দফতরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমপদের কর্মচারীরা অংশ নেন।

সংগঠনের সভাপতি মো. বাশারুল হক বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভিতরে ও বাইরে সরকারি দফতরের প্রধান সহকারী, উচ্চমান সহকারীর পদবি ও বেতন স্কেল অভিন্ন হওয়ার কথা থাকলেও ১৯৯৫, ১৯৯৭ ও ১৯৯৯ সালে প্রজ্ঞাপন দিয়ে শুধু   সচিবালয়ের এসব পদকে আপগ্রেডের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা পদবি ও জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে উন্নতি করা হয়েছে।

এ ছাড়া সমস্কেল ও নিম্ন স্কেলের কর্মচারীদের মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার, প্রকৌশল দফতরের ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, অডিটর, খাদ্য পরিদর্শক, পুলিশ বিভাগের পরিদর্শক, উপ-পরিদর্শকদের পদবি আপগ্রেড করায় প্রশাসনিক ক্রমবিন্যাস ভেঙে পড়েছে।  নিম্ন শিক্ষাগত যোগ্যতার ব্যক্তিদের উচ্চপদে আসীন করায় পরবর্তী প্রজন্ম উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ হারিয়ে ফেলছে।

মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ, মিজানুর রহমান, ফসিয়ার রহমান, মুহা. সালমান ফারসি, শেখ মামুন আল হাসান, এস এম জাহাতাব হোসেন, জিএম শাহিন আলম, আল ইমরান, হাসানুল বাহার, সিদ্দিকুর রহমান, মঈনুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর