রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

খুলনায় বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জোয়ারে নদীর পানির প্রবল চাপে খুলনার দাকোপ উপজেলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর প্রায় ২০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে। এতে নদীর পানি গ্রামে ঢুকে পড়ায় দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে শতাধিক পুকুরের কয়েক লাখ টাকার মাছ।

গতকাল পাউবোর সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবীরা ভাঙনকৃত বেড়িবাঁধে বালির বস্তা দিয়ে আটকে পানি প্রবেশ বন্ধ করলেও বাঁধের আরও ১ কিলোমিটার জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে গ্রামবাসী।

জানা যায়, গত কয়েকদিনে পশুর নদের পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পাওয়ায় প্রবল জোয়ারের চাপে উপজেলার ৩৩ নম্বর পোল্ডারের ২০০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। লোকালয়ে পানি ঢুকে পড়লে আমতলা ও বাণীশান্তা গ্রামের ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এ ছাড়া বাণীশান্তা বাজারের প্রায় দেড় শ ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায় বলেন, নতুন করে বাণীশান্তা গ্রামের কাছে বেড়িবাঁধের প্রায় ১ কিলোমিটার জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর