রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা এলপি গ্যাসের ফ্রি সার্ভিসিং ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক

এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত ও রান্নাঘর নিরাপদ করতে দেশব্যাপী বিনামূল্যে সিলিন্ডার সার্ভিসিং ক্যাম্পেইন শুরু করেছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। শুধু বসুন্ধরা নয়, যে কোনো কোম্পানির সিলিন্ডার ব্যবহারকারীরা এ সেবা নিতে পারবেন। আগামী মঙ্গলবার নারায়ণগঞ্জে পাইলট কার্যক্রম হিসেবে ক্যাম্পেইনটি শুরু হবে। এরপর সারা দেশে তা বিস্তৃত করা হবে। বসুন্ধরা এলপি গ্যাসের ফেসবুক পেজে এবং পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে পরবর্তী সার্ভিস ক্যাম্পেইনের স্থান ও তারিখ জানানো হবে। গতকাল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস) জাকারিয়া জালাল। এ সময় ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাকারিয়া জালাল বলেন, হটলাইনে (১৬৩৩৯) ফোন দিলে বা নিকটস্থ ডিস্ট্রিবিউটর/রিটেইল পয়েন্টে যোগাযোগ করলেই বসুন্ধরার প্রশিক্ষত কর্মীরা গ্রাহকের কাছে পৌঁছে যাবেন। তারা রান্নাঘর পর্যবেক্ষণ শেষে সিলিন্ডারের লিক এবং চুলার সঙ্গে সংযোগ ঠিক আছে কিনা যাচাই করে দেখবে। সমস্যা থাকলে সমাধান দেবে। এলপিজি ব্যবহারকারীকেও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে।  দেশের ১ নম্বর এলপিজি ব্র্যান্ড হিসেবে সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সঠিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব বলে মনে করে বসুন্ধরা। এ জন্যই এ ক্যাম্পেইনের আয়োজন। ‘বসুন্ধরা এলপি গ্যাস সার্ভিস ক্যাম্প’ নামের ক্যাম্পেইনটি বছরব্যাপী অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে এক প্রশ্নের জবাবে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর