রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সাবেক এমপি আবদুল মজিদ আর নেই

সুনামগঞ্জ প্রতিনিধি

সাবেক এমপি আবদুল মজিদ আর নেই

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা আবদুল মজিদ মাস্টার আর নেই। গতকাল সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন পাকস্থলীর জটিল রোগে ভোগছিলেন।

তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, ভাই-বোন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর তাঁর পুরনো কর্মস্থল দোয়ারাবাজার উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে শহরের ষোলঘর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। আবদুল মজিদ ১৯৯১ সালে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি সুনামগঞ্জের সাবেক পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। আইন পেশায় তার পরিচিতি ছিল জেলাজুড়ে। দোয়ারাবাজার উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। এই সুবাদে উপজেলা জুড়ে তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছেন। সাবেক এই সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা আবদুল মজিদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, বিরোধী দলের হুইপ ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক পীর ফজলুর রহমান মিসবাহ। এ ছাড়া সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, সুনামগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খুশনুর, জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আ ন ম ওহিদ কণা মিয়া, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন মনির, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রসিদ আহমদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুর রহমান মাস্টার প্রমুখ শোক প্রকাশ করেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর