রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মোকাব্বির খানকে কারণ দর্শানোর নোটিস

নিজস্ব প্রতিবেদক

মোকাব্বির খানকে কারণ দর্শানোর নোটিস

দলীয় অনুমোদন ছাড়া এমপি হিসেবে শপথ নেওয়ায় মোকাব্বির খানকে কারণ দর্শানো নোটিস দিয়েছে গণফোরাম। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ২ এপ্রিল এমপি হিসেবে শপথ নেন তিনি।

গতকাল গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোকাব্বির খানের বিরুদ্ধে এই কারণ দর্শানো নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ড. কামাল হোসেন। দলের মিডিয়া সেলের লতিফুল বারী স্বাক্ষরিত দলীয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন মোস্তফা মোহসীন মন্টু। রিপোর্টে বলা হয়, একাদশ সংসদ নির্বাচনের ব্যাপারে অনেক প্রশ্ন ও সন্দেহ থাকা সত্ত্বেও জাতীয় ঐক্যফ্রন্ট দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, রেজা কিবরিয়া, মেজর জেনারেল অব. আমসা-আ আমীন, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মোহসীন রশীদ, ইঞ্জিনিয়ার সিরাজুল হক, অ্যাডভোকেট সগীর আনোয়ার, মোশতাক আহমেদ, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, হারুনুর রশীদ তালুকদার, খান সিদ্দিকুর রহমান, মোহাম্মদ রওশন ইয়াজদানী, আবদুল হাছিব চৌধুরী, অ্যাডভোকেট জানে আলম, ফরিদা ইয়াছমীন, অ্যাডভোকেট সেলিম আকবর, আবদুর রহমান জাহাঙ্গীর প্রমুখ।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর