রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ওসমানী মেডিকেলে স্বাস্থ্যপরীক্ষা শেষে কারাগারে বাবর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ওসমানী মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় তাকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়। সেখানে তার চেকআপ শেষে বড় ধরনের কোনো শারীরিক সমস্যা ধরা না পড়ায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী হাসপাতালে কড়া নিরাপত্তায় নিয়ে আসা হয় লুৎফুজ্জামান বাবরকে। কারা অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে তাকে হুইল চেয়ারে করে আনা হয় হাসপাতালে। হাসপাতালে তাকে চিকিৎসা দেন মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মোহাম্মদ। তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয় হাসপাতালে। শারীরিক বড় কোনো সমস্যা না পাওয়ায় তাকে দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবদুল জলিল জানান, কয়েদি হিসেবে নিয়মিত চেকআপের জন্য লুৎফুজ্জামান বাবরকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদ প্রাপ্ত লুৎফুজ্জামান বাবরকে গত বুধবার কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ঢাকা থেকে সিলেট কারাগারে আনা হয়। কিন্তু বাবর অসুস্থ হয়ে পড়ায় ওই দিন মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর