রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জণগণের মুক্তির জন্য লড়াই করেছেন বঙ্গবন্ধু : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নদী, মাটি আর কাদাজল মেখে বেড়ে ওঠা ‘খোকা’ ছোটবেলা থেকেই ছিলেন অদম্য সাহসী আর প্রতিবাদী। মা-বাবার আদরের খোকা আজীবন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের মুক্তির লক্ষ্যে লড়াই সংগ্রাম করেছেন, হয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মহান নেতা যিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পাননি। রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে গতকাল  শেখ হাসিনা রচিত   ‘আমার পিতা শেখ মুজিব’ গ্রন্থ অবলম্বনে ‘খোকা যখন ছোট্ট ছিলেন’ শীর্ষক গ্রাফিক্স বইয়ের প্রকাশনা ও এনিমেটেড ফিল্মের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্পিকার বলেন, ‘খোকা যখন ছোট্ট ছিলেন’ বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাহায্য করবে। বঙ্গবন্ধুর মানবিক গুণগুলো শিশুদের কোমল মনে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। ‘হাসুমণির পাঠশালা’র সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব মো. আকরাম আল  হোসেন ও অধ্যাপক জোনায়েদ হালিম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর