বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গাদের ভোটার হওয়ার সুযোগ নেই : সিইসি

ফরিদপুর প্রতিনিধি

রোহিঙ্গাদের ভোটার হবার কোনো সম্ভাবনা নেই এমন কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘রোহিঙ্গারা দেশে প্রবেশের পর তাদের সব আঙুলের ছাপ পুলিশ প্রশাসন নিয়ে রেখেছে, যে কারণে রোহিঙ্গাদের ভোটার হওয়ার কোনো সুযোগ নেই।’ গতকাল রাজবাড়ীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, একজন ব্যক্তি একবারই ভোটার হতে পারবেন। আর ভুল তথ্য বা আঙুলের ছাপ দিয়ে ভোটার হতে পারবে না তারা। আগে এক ব্যক্তি একাধিকবার ভোটার হতে পারত। কিন্তু এখন সে সুযোগ নেই। এখন সব বায়োমেট্রিক। সুতরাং নিজের পরিচয় গোপন রেখে ভোটার হওয়ার সুযোগ কোনোভাবেই সম্ভব নয়। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক। এটি নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত ছিল না। সরকার এখন চাইছে না স্থানীয় নির্বাচনগুলো দলীয় প্রতীকে হোক।

 সিইসি নূরুল হুদা ব?লেন, জাতীয় সংসদ নির্বাচনে ৯৯ শতাংশ ভোট পড়লেও উপজেলা পরিষদে বড় রাজনৈতিক দল বিএনপি অংশ না নেওয়ায় ভোটার উপস্থিতি কম ছিল।

জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপ?তি?ত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ?রিদপুর আঞ্চ?লিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার। ?বি?শেষ অতি?থি ছি?লেন জেলা প?রিষদ চেয়ারম্যান ফ?কির আবদুল জব্বার, পু?লিশ সুপার আসমা সি?দ্দিকা মি?লি, সি?ভিল সার্জন ডা. মো. র?হিম বকস, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর