বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
উপাচার্যের পদত্যাগ দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনের ২৮তম দিন অতিবাহিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা।

গতকাল সকাল ১০টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অবস্থান কর্মসূচি চলার সময় উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা গণস্বাক্ষর আদায় করেন।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদকারী শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে উপাচার্য গালি দেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ২৭ মার্চ থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ২৮ মার্চ উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর